সংবাদ শিরোনাম

খুলনায় নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই

খুলনা প্রতিনিধি :

খুলনায় নিত্যপণ্যের বাজারে কোনোরকম স্বস্তি নেই। সবজি ও মাছের দাম ক্রমাগত বাড়তে থাকায় সাধারণ ক্রেতারা পড়েছেন চরম ভোগান্তিতে। গত কয়েক সপ্তাহ ধরে বাজারে শাকসবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম কমেনি।

শুক্রবার শহরের নিউ মার্কেট কাঁচাবাজার, নতুন বাজার, গল্লামারি বাজার ও দৌলতপুর বাজার ঘুরে দেখা যায়, সব ধরনের সবজির দাম চড়া। কেবল আলু ও পেঁপে ছাড়া কোনো সবজি ৭০ টাকার নিচে মিলছে না। বর্তমানে বেগুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০ টাকা, টমেটো ১৮০ টাকা, ফুলকপি ২৫০ টাকা, পটল ৭০ টাকা, উচ্ছে ৮০ টাকা, বরবটি ৯০ টাকা, পেঁয়াজ ৮০ টাকা এবং কাঁচা মরিচ ১৬০–২০০ টাকায়।

একইভাবে মাছের বাজারেও আগুন। এক সপ্তাহের ব্যবধানে নদী ও সামুদ্রিক মাছের দাম বেড়েছে কেজিপ্রতি ৩০ থেকে ৫০ টাকা। ট্যাংরা ও পারশা মাছ কেজিপ্রতি ৬০০–৮০০ টাকা, রুই ও কাতলা ৩০০ টাকা, জাটকা ইলিশ ৮০০–১০০০ টাকা এবং বড় সাইজের ইলিশ কেজিপ্রতি ২১০০–২২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, “প্রতি সপ্তাহে আশা করি দাম কমবে। কিন্তু বাজারে এসে হতাশ হতে হয়। সবকিছুর দাম বাড়ছে।”

রূপসা মাছ বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, “মাছের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে চাহিদার তুলনায় তা খুবই কম। জেলেরা গভীর সমুদ্রে যেতে না পারায় ইলিশসহ বড় মাছের সরবরাহ কমে গেছে। আগামী কয়েক দিনে জেলেরা সাগরে যেতে পারলে সরবরাহ বাড়বে এবং দাম কিছুটা কমতে পারে।”

নিত্যপণ্যের লাগামহীন দামে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।