সংবাদ শিরোনাম

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত আট পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন   |   জেলার খবর

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত আট পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

খুলনা জেলা প্রতিনিধি :

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। ড্রাইভারদের দায়িত্বশীল হতে হবে এবং গাড়ির মালিকদের নিশ্চিত করতে হবে যে তাদের গাড়ি ফিট আছে। এটি নাগরিক দায়িত্বের অংশ।

 ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে খুলনা সার্কেল কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত আট পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, “কারো না কারোর ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে। তাই আমরা সবাই মিলে দায়বদ্ধতা নিয়ে কাজ করব।”

অনুষ্ঠানে খুলনা জেলার সড়ক দুর্ঘটনায় নিহত আট পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার চেক প্রদান করা হয়।