খুলনায় জেলা প্রশাসকের কেন্দ্র পরিদর্শন

খুলনা প্রতিনিধি :
আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার সারা দেশের মতো খুলনাতেও অনুষ্ঠিত হয়েছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে খুলনা মহানগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান।
পরিদর্শনকালে তিনি পরীক্ষার পরিবেশ ঘুরে দেখেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসক কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরীক্ষার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সারা দেশে লক্ষাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। খুলনার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।#