সংবাদ শিরোনাম

খুলনায় কেএমপির অভিযানে অস্ত্রধারী যুবক আটক

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় কেএমপির অভিযানে অস্ত্রধারী যুবক আটক

খুলনা জেলা প্রতিনিধি :

খুলনা নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

কেএমপির মিডিয়া সেল থেকে জানানো হয়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে নগরীর রূপসা স্ট্যান্ড এলাকায় সদর থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তানভির ইসলাম নিলয় (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মো. মনিরুল ইসলামের ছেলে।

অভিযানে নিলয়ের কাছ থেকে একটি ওয়ান শুটারগান এবং রাইফেলের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক নিলয়ের বিরুদ্ধে ইতোমধ্যে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। কেএমপির পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাস দমন ও নগরীর নিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।