সংবাদ শিরোনাম

খুলনায় বিএনপি নেতা বাবুর বাড়িতে সন্ত্রাসী হামলা

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় বিএনপি নেতা বাবুর বাড়িতে সন্ত্রাসী হামলা

খুলনা প্রতিনিধি:

খুলনায় জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি। দলটির পক্ষ থেকে দ্রুত তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার নেতৃত্বে দলের শীর্ষ নেতারা রূপসার আইচগাতীতে বাবুর বাড়ি পরিদর্শন করেন। এ সময় তারা হামলার খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, “৫ আগস্টের পর থেকে প্রায় ৫০টি হত্যাকাণ্ড ঘটেছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় না আনলে রাজনীতিতে জড়িত কেউ নিরাপদ থাকবে না।”

তিনি আরও বলেন, “একজন অসুস্থ নেতার বাড়িতে হামলা দুঃখজনক। আমরা চাই, অবিলম্বে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক বেগম রেহেনা ঈসা, সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদসহ অনেকে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে বাবুর বাড়িতে দুটি ককটেল নিক্ষেপ ও তিন রাউন্ড ফাঁকা গুলি চালায়। পরিবারের সদস্যরা ভেতরে থাকলেও তারা নিরাপদে ছিলেন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।