সংবাদ শিরোনাম

খুলনায় কাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম প্রকল্পের পরিচিতি সভা

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় কাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম প্রকল্পের পরিচিতি সভা

মাসুদ আল হাসান ,খুলনা প্রতিনিধি :

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মো. ফিরোজ সরকার বলেছেন, দেশে জনসংখ্যা যেমন বাড়ছে তেমনি রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এজন্য প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে সঠিকভাবে সম্ভাব্যতা যাচাই করতে হবে এবং সফল বাস্তবায়নে সার্বক্ষণিক মনিটরিং চালু রাখতে হবে।

তিনি ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ‘কাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’ শীর্ষক প্রকল্পের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিসেফ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় কেসিসি ও খুলনা ওয়াসা যৌথভাবে নগরীতে এ প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পের আওতায় ওয়াটার এটিএম বুথ, দূষিত পানি শোধনাগার এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন করা হবে। এর মাধ্যমে প্রায় ৮০ হাজার মানুষ উপকৃত হবেন।

কেসিসি প্রশাসক আরও বলেন, প্লাস্টিকের ব্যবহার পরিহার করতে হবে। হাসপাতাল ও ক্লিনিকসমূহে রোগীর ব্যবহার্য বর্জ্যের সঙ্গে মেডিকেল বর্জ্যের মিশ্রণ হয়ে থাকে, যা একটি বড় চ্যালেঞ্জ। এজন্য নার্স ও আয়া-ক্লিনারদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনতে হবে।

সভায় জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ত পানির অনুপ্রবেশে কৃষি উৎপাদন হ্রাস পাওয়ায় উপকূলীয় ও গ্রামীণ এলাকার মানুষ উন্নত জীবিকার সন্ধানে শহরে ভিড় করছে। অনেকেই বস্তিতে বসবাস করছে যেখানে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত। এসব সমস্যা সমাধানই প্রকল্পের প্রধান লক্ষ্য।

সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান। উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কোহিনুর জাহান, চীফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, খুলনা ওয়াসা’র উপব্যবস্থাপনা পরিচালক ঝুমুর বালা, ইউনিসেফের খুলনা বিভাগীয়