খুলনায় নারী উদ্যোক্তাদের চেক বিতরণ ও উদ্যোক্তা মেলা

খুলনা প্রতিনিধি :
খুলনা, ২২ সেপ্টেম্বর ২০২৫:
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে খুলনা শিল্পকলা একাডেমিতে ২২ সেপ্টেম্বর সোমবার সকালে জাতীয় মহিলা সংস্থা, খুলনার আয়োজনে নারী উদ্যোক্তাদের জন্য চেক বিতরণ, উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
“তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প”-এর আওতায় ৭টি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ৮৫০ জন নারী উদ্যোক্তাকে ৭৪,১৭,২০০ টাকা প্রশিক্ষণ ভাতার চেক দেওয়া হয়। ট্রেডগুলো হলো—ইভেন্ট ম্যানেজমেন্ট, বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, বেবী কেয়ার, হাউজ কিপিং ও বিজনেস ম্যানেজমেন্ট।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাহী অফিসার নূর মোহাম্মদ, এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ।
চেক বিতরণের পাশাপাশি উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা তাদের তৈরি পণ্য প্রদর্শন করেন।