সংবাদ শিরোনাম

২০২৩ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন   |   জাতীয়

২০২৩ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন

ঢাকা, ১৩ আশ্বিন (২৮ সেপ্টেম্বর) :   

শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা ইয়াজদহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উদ্‌যাপন উপলক্ষ্যে  মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, প্রশাসন ও সংস্থাপন শাখা চলতি বছরের ২৪ সেপ্টেম্বরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আজ থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত অবকাশকালীন ছুটি প্রদান করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। 

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ৮ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য অর্থনীতি (১৩২২০১/১৩২২০৩)/উদ্ভিদ বিজ্ঞান (১৩৩০০১)/এপ্লাইড হোম ইকোনোমিক্স (১৩৬০০৯) বিষয়ের পরীক্ষা ২৬ অক্টোবর ২০২৫ তারিখে এবং ৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য সমাজবিজ্ঞান (১৩২০০১)/সমাজকর্ম (১৩২১০১) বিষয়ের পরীক্ষা ২৭ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, গত ১৯ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার অন্যান্য তারিখ, বিষয় ও বিষয়কোড অপরিবর্তিত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।