বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও নিহতদের তালিকা গেজেটে অন্তর্ভুক্তকরণে যাচাই চলছে

নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত শিক্ষার্থী-জনতা এবং দায়িত্ব পালনকালে আহত সাংবাদিকদের সরকারি গেজেটে অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে আজ রাজধানীর আজিমপুরে সিভিল সার্জন কার্যালয়ে কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
প্রক্রিয়ায় অংশ নেন বিভিন্ন জেলার সিভিল সার্জনরা। উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের সম্পাদক তামিম খান এবং ঢাকা বিভাগের সমন্বয়কারী নাজমুছ সাকিব।
সংশ্লিষ্টরা জানান, যাচাই-বাছাই শেষে তালিকা গেজেটে প্রকাশ করা হবে, যাতে আন্দোলনে অংশ নিয়ে আহত ও নিহতদের স্বীকৃতি এবং সহায়তা নিশ্চিত করা যায়