সংবাদ শিরোনাম

বনরক্ষীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে — পরিবেশ সচিব

 প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন   |   জাতীয়

বনরক্ষীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে — পরিবেশ সচিব

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেছেন, বনরক্ষীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বনের জমি রক্ষা করতে গিয়ে হামলার শিকার বন কর্মকর্তাদের উপর হামলাকে ন্যাক্কারজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। ড. ফারহিনা আহমেদ বলেন, বনের জমি দখল করতে চাওয়া একশ্রেণির দুর্বৃত্তচক্র মাঠপর্যায়ের বন কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছে। যারা দেশের পরিবেশ রক্ষায় কাজ করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আজ চিকিৎসাধীন আহত বন বিভাগের বিট অফিসার মহিদুর রহমানকে দেখতে গিয়ে সচিব এসব কথা বলেন।  

পরিবেশ সচিব আহত কর্মকর্তার চিকিৎসার খোঁজখবর নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এসময় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

এসময় পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বন) শামীমা বেগম, প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গতকাল সাভারের ছোট কালিয়াকৈর এলাকায় বন বিভাগের সাভার সাববিটের জমি জবরদখলের চেষ্টা প্রতিহত করতে গেলে বিট কর্মকর্তা মহিদুর রহমান জয়সহ ৫ জন বনকর্মী দুর্বৃত্তদের হামলায় আহত হন। মহিদুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।