সংবাদ শিরোনাম

বিএসএফের অনুরোধ বাধ নির্মাণ কাজ ৩ দিন বন্ধ থাকবে

 প্রকাশ: ০৩ মে ২০২৫, ১২:০৪ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

বিএসএফের অনুরোধ বাধ নির্মাণ কাজ ৩ দিন বন্ধ থাকবে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), সরাসরি বাধা না দিয়ে  অনুরোধ জানিয়েছেন  ফেনীর পরশুরামের বল্লারমুখা বেড়িবাঁধের নির্মাণকাজ তিন দিন বন্ধ রাখতে 

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে বিলোনিয়া সীমান্তে বিজিবি-বিএসএফের দ্বিপাক্ষিক পতাকা বৈঠকে বিজিবির কাছে এই অনুরোধ জানান তারা

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পরপর দুই দফা বেড়িবাঁধ নির্মাণকাজ বাধা দেন। এবারই প্রথম বিএসএফ সরাসরি বাধা না দিয়ে সাময়িকভাবে কাজ বন্ধ রাখতে বিজিবির প্রতি অনুরোধ জানিয়েছেন। পতাকা বৈঠকে শনি, রবি ও সোমবার পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জানাতে পারা গেছে, বিএসএফের অনুরোধে কোম্পানি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ মজুমদার হাট বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. জাহাঙ্গীর আলম নেতৃত্বে বিজিবি সদস্যরা ভারতীয় ৪৩ বিএসএফ এর বিলোনিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর এল কে হাকিম নেতৃত্বে ভারতীয় বিএসএফের ৭ সদস্য উপস্থিত ছিলেন। বিলোনিয়ার মেইন পিলার ২১৬০ এস হতে ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।