নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে শরীয়তপুর আবু ইউসুফ রানা

শরীয়তপুরের সদরের চন্দ্রপুর ইউনিয়নের কীর্তিনগর
গ্রামের নিউইয়র্কে বসবাসরত এক তরুণ প্রবাসী বাংলাদেশি আবু ইউসুফ রানার প্রতিভা, অধ্যবসায়
ও নিষ্ঠার মাধ্যমে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (NYPD) সদস্য হিসেবে নিয়োগ
প্রাপ্ত হয়েছেন।
তার গ্রামের বাড়ি । তিনি ২০০৫ সাল থেকে ঢাকার
মধ্য বাড্ডায় বেড়ে ওঠে। পরিবারের তিনি সবচেয়ে ছোট ছেলে। এছাড়া, তার বড় ভাই জুয়েল রানাও
নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত থাকায় পরিবারের জন্য এটি অত্যন্ত সম্মানজনক
এবং পুরো বাংলাদেশি কমিউনিটির জন্য অনুপ্রেরণার উৎস।
আবু ইউসুফ রানা ২০১৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ
হওয়ার পর যুক্তরাষ্ট্রে যান। তার স্বপ্ন ছিল প্রযুক্তি শিক্ষা গ্রহণ করা,
আর সে
স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই তিনি নিউ ইয়র্ক সিটির NYC
College of Technology (CityTech)-এ ভর্তি হয়ে Information
Technology বিষয়ে পড়াশোনার পাশাপামি ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত NYPD
Cadet
হিসেবে কাজ করেন। এই দীর্ঘ সময়ের বাস্তব অভিজ্ঞতা তাকে আইন প্রয়োগ সংক্রান্ত জ্ঞান
ও পেশাদারিত্বে দক্ষ করে তোলে, যা NYPD-তে তার ভবিষ্যতের পদক্ষেপকে সুদৃঢ় করে। তিনি
২০২০ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন, যা তার জীবনের একটি
গুরুত্বপূর্ণ মাইলফলক। এরপর তিনি ২০২৪ সালের অক্টোবরে New
York Police Department (NYPD)-এ অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট লাভ করেন। যা তার জন্য শুধু পেশাগত
সাফল্য নয়, যা দেশের তরুণদের জন্যও একটি অনুপ্রেরণার উৎস। এছাড়া, তিনি ২০২৫ সালে NYPD থেকে অফিসিয়াল ট্রেনিং
ও গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।
আবু ইউসুফ রানা বলেন, আমি বাংলাদেশের নাগরিক
হিসেবে জন্মগ্রহণ করে গর্বিত। আমার এই যাত্রা তাদের জন্য উৎসর্গ করতে চাই, যারা প্রবাসের
স্বপ্ন দেখে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তা বাস্তবে রূপ দিতে চায়। আমি এদেশে কর্তব্য
পালনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ এবং কমিউনিটির জন্য এই কমিউনিটির সঙ্গে মিশে,
পাশে থেকে সেবা করতে চাই। দেশের জনগণের সুখ-দুঃখে একজন সচেতন ও নিবেদিত মানুষ হিসেবে
যুক্ত থাকতে চাই।
উল্লেখ্য, NYPD শুধু আমেরিকার নয়, এটি বিশ্বের
সবচেয়ে বড় এবং স্বনামধন্য পুলিশ ডিপার্টমেন্ট। যেখানে কাজ করার সুযোগ পাওয়া অনেক সম্মানের
ও গর্বের।