২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫: ক্রীড়াঙ্গনকে সক্রিয় করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে -যুব ও ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ক্রীড়াঙ্গনকে সক্রিয় করতে মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিভিন্ন ফেডারেশনে এ্যডহোক কমিটি গঠনের কার্যক্রমও চলমান রয়েছে। সারাদেশে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে যে ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দেওয়া হয়েছিল তা পুনর্গঠনের কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে আমরা একটা পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে ক্রীড়া ফেডারেশন ও সংস্থাগুলো পূর্ণরূপে কার্যক্রম শুরু করেছে।
উপদেষ্টা আজ ঢাকায় মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে তিনদিন ব্যাপী (৯ থেকে ১১ মে) ‘২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে সহায়তা করে। স্পোর্টস সেক্টরে বাজেটের কিছু ঘাটতি থাকলেও তা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে; যার সুষ্ঠু বন্টনের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রগুলোকে এগিয়ে নেওয়া সম্ভব। এসময় তিনি বিভিন্ন কর্পোরেশন ও ব্যবসায়ীদের স্পোর্ট সেক্টরে বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, তরুণ প্রজন্মকে যদি সুন্দর ভাবে গড়ে তোলা যায় তাহলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
উল্লেখ্য, প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস সংস্থার ৮৭টি দলের ২১টি শ্রেণিতে খেলোয়াড় পুরুষ ৫১৭ জন, মহিলা ২২৩ জন, বিভিন্ন সংস্থার ম্যানেজার ও কোচ ২৬১ জন এবং ম্যাচের রেফারি বা জাজ ৮০ জন সর্বমোট ১ হাজার ৮১ জন অংশগ্রহণ করেন।