শাকিব খানের প্রতি বাঁধনের ভালোবাসা ও 'এশা মার্ডার' নিয়ে তার সাহসী অভিমত

বিনোদন প্রতিবেদক | ২৫ জুন ২০২৫
ঢালিউডের শীর্ষ সুপারস্টার শাকিব খানের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে বাঁধন জানান, শাকিব খান শুধু একজন তারকা নন, বরং তার অধ্যবসায়, মানসিক দৃঢ়তা ও পরিশ্রম তাকে অনুপ্রাণিত করে।
বাঁধন লেখেন, “আমার জীবনে বহু মানুষ আছেন যারা আমাকে অনুপ্রাণিত করেছেন। এর মানে এই নয় যে, আমি তাদের সব মতের সঙ্গে একমত। কিন্তু তাদের জীবনের কিছু দিক, মানসিক দৃঢ়তা, সিদ্ধান্ত আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। ঠিক তেমন একজন হচ্ছেন আমাদের সুপারস্টার শাকিব খান।”
তিনি আরও বলেন, “শাকিব খান যেভাবে নিজেকে তৈরি করেছেন, তার জন্য আমি শ্রদ্ধা জানাই। এমন তারকাখ্যাতি অর্জন করা সহজ নয়। এটা সম্ভব হয় বছরের পর বছর কঠোর পরিশ্রম আর নিজের কাজের প্রতি গভীর ভালোবাসা থাকলে।”
শাকিব খানকে ঘিরে দর্শকের নিঃশর্ত ভালোবাসার কথা উল্লেখ করে বাঁধন জানান, “মানুষ তাকে যেভাবে ভালোবাসে, সেটাই সবচেয়ে বড় অর্জন। আমি বিশ্বাস করি, খ্যাতির সঙ্গে দায়িত্বও বাড়ে। আমার ধারণা, শাকিব সেটা গভীরভাবে উপলব্ধি করেন।”
জীবনসংগ্রামে অনুপ্রেরণার বার্তা একদিন পরের আরেকটি ফেসবুক পোস্টে বাঁধন জানান, জীবনের কঠিন সময়গুলোতে কীভাবে তিনি অটল থেকেছেন।
তিনি লেখেন, “জীবন ফুলে ভরা বিছানা নয়— এটা সত্যি। তবে জীবন সম্ভাবনায় ভরপুর— এটাও আরেকটা সত্য। আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। সমাজ, রাষ্ট্র, এমনকি পরিবার থেকেও বৈষম্যের শিকার হয়েছি। কিন্তু আমি হেরে যাইনি। আমার পাশে কোনো গাইড ছিল না, ছিল শুধু আল্লাহর ওপর বিশ্বাস, নিজের সততা, আর পরিশ্রম।”
তিনি আরও লেখেন, “নিজেকে সম্মান করো। প্রতিদিন একটা ভালো কাজ করো, যত ছোটই হোক। ধীরে ধীরে এগুলোই তোমার জীবনকে অর্থবহ ও আনন্দময় করে তুলবে।”
নারীপ্রধান ‘এশা মার্ডার’-এ সাহসী বাঁধন চলতি ঈদে মুক্তি পেয়েছে সানী সানোয়ার পরিচালিত নারীপ্রধান থ্রিলার সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “নারীপ্রধান সিনেমা তো হয়ই না আমাদের এখানে। আর ঈদে তো আরো না। এমন একটি প্রেক্ষাপটে সাহস করে ‘এশা মার্ডার’ মুক্তি দেওয়াটাই একটা চ্যালেঞ্জ ছিল। এই ইন্ডাস্ট্রি পুরুষপ্রধান। বেশিরভাগ দর্শক ভায়োলেন্স পছন্দ করেন, নারীকে হেয় করে দেখানো সিনেমাও বেশি গ্রহণযোগ্যতা পায়।”
তিনি বলেন,“এ সিনেমায় না আছে নায়ক, না আছে আইটেম গান, না কোনো অতিনাটকীয়তা। তবুও মানুষ দেখছে। এই জায়গা থেকে প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছি।”
বাংলা সিনেমার প্রতি দর্শকের ভালোবাসায় আশাবাদী বাঁধন ঈদে বিভিন্ন সিনেমা হলে দর্শকদের প্রতিক্রিয়া দেখতে নিজেই ঘুরেছেন বাঁধন। তার মতে, “দর্শক সব ধরনের সিনেমার জন্য তৈরি। এই ঈদে ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ইনসাফ’— সব সিনেমাই আলাদা ধাঁচের। এর মানে, দর্শকের রুচি বদলাচ্ছে, তারা নতুন কিছু চায়।”
পরিশেষে তিনি আহ্বান জানান—“পরিচালক ও প্রযোজকরা যেন কেবল ব্যবসার কথা না ভেবে এমন সিনেমা তৈরি করেন, যা সমাজ পরিবর্তনেও ভূমিকা রাখে।”