দেশ-বিদেশে রেকর্ড ছড়াচ্ছে উৎসব

বিনোদন প্রতিবেদক, ঢাকা, ২৪ জুন ২০২৫
ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত তানিম নূর পরিচালিত সিনেমা ‘উৎসব’ এর প্রতিপাদ্য ছিল—‘পরিবার ছাড়া দেখা নিষেধ’। মুক্তির পর দেখা যাচ্ছে, এটি শুধু প্রচারণার কৌশল নয়, বাস্তবেই সিনেমাটি হয়ে উঠেছে পরিবারের সঙ্গে উপভোগ করার মতো একটি অভিজ্ঞতা।
মুক্তির ১৮ দিনের মাথায় ‘উৎসব’ সিনেমার টিকিট বিক্রি ছাড়িয়ে গেছে আড়াই কোটি টাকা—এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টরা। দেশের মাল্টিপ্লেক্সগুলোতে প্রতিদিন দর্শকের ভিড় বাড়ছে, আর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঢল বইছে।
পরিচালক তানিম নূর জানান, “মুক্তির ১৬ দিনেই মাল্টিপ্লেক্স থেকে দুই কোটি টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে। আজ ১৯তম দিনেও দর্শকের সাড়া অব্যাহত আছে। অনেকে একাধিকবার দেখছেন, কেউ একা দেখে আবার পরিবারের সদস্যদের নিয়ে আসছেন।”
আন্তর্জাতিক অঙ্গনে ‘উৎসব’-এর উড়ন্ত সূচনা
২০ জুন উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যে মুক্তি পেয়েছে ‘উৎসব’। আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর সূত্র অনুযায়ী, মুক্তির প্রথম ৩ দিনেই সিনেমাটি আয় করেছে ৫৩ হাজার ডলার। এটি বাংলাদেশের সিনেমার মধ্যে উত্তর আমেরিকায় সর্বকালের তৃতীয় সর্বোচ্চ আয়।
স্বপ্ন স্কেয়ারক্রোর কর্ণধার অলিউল্লাহ সজীব এক ফেসবুক পোস্টে লিখেছেন, “এত কম থিয়েটার, প্রতিকূল শো টাইম, হলিউড ও বলিউড ব্লকবাস্টারের চাপে থাকলেও ‘উৎসব’ প্রমাণ করেছে যে, কানাডা ও আমেরিকায় দর্শকেরা কী পরিমাণ আগ্রহ নিয়ে এটি দেখেছেন।”
তথ্য অনুযায়ী, সিনেমাটি মাত্র ৩৬টি থিয়েটারে মুক্তি পেয়েও মার্কিন ডোমেস্টিক চার্টে ২১ নম্বরে উঠে এসেছে, যা বাংলাদেশের সিনেমার জন্য এক বিরল অর্জন।
তারকাবহুল অভিনয়, শক্তিশালী নির্মাণ
‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন দেশের খ্যাতিমান অভিনেতারা—জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি এবং সাদিয়া আয়মান।
চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া, সহলেখক হিসেবে ছিলেন তানিম নূর ও সুস্ময় সরকার। চিত্রগ্রহণে ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত রাশেদ জামান।
প্রযোজনা ও পরিবেশনা
ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস ‘উৎসব’ প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস। সহপ্রযোজক হিসেবে আছে চরকি, এবং সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে ছিল লাফিং এলিফ্যান্ট।
দেশে ও বিদেশে ‘উৎসব’-এর এমন অসাধারণ সাফল্য বাংলাদেশের সিনেমার বাজারে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। দর্শকপ্রিয়তা এবং বাণিজ্যিক সফলতার সমন্বয়ে ‘উৎসব’ হয়ে উঠেছে ২০২৫ সালের অন্যতম আলোচিত চলচ্চিত্র।