সংবাদ শিরোনাম

মার্কিন বিখ্যাত গায়ক ও অভিনেতা ববি শারম্যান না ফেরার দেশে

 প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন   |   বিনোদন

মার্কিন বিখ্যাত গায়ক ও অভিনেতা ববি শারম্যান না ফেরার দেশে

মার্কিন বিখ্যাত গায়ক ও অভিনেতা ববি শারম্যান মারা গেছেন । মঙ্গলবার (২৪ জুন) প্রয়াণ ঘটে তার। সত্তর দশকের জনপ্রিয় এতারকার মৃত্যুকালে বয়স ছিল ৮১ বছর।

শারম্যানের স্ত্রী ব্রিজিট পুয়েবলন শারম্যান ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তায় গায়কের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। 

স্ত্রী ব্রিজিট ইনস্টাগ্রামের মা্ধ্যমে জানান, ‘আমার স্বামী ববি শারম্যান আজ আমাদের ছেড়ে চলে গেছেন। তার হাতে হাত রেখে তিনি আমাদের ভালোবাসার ২৯ বছরের সংসারকে সম্মান জানিয়ে বিদায় নিয়েছেন। এই কঠিন সময়েও তিনি আমার পাশে ছিলেন, সবসময় ছিলেন। তিনি ছিলেন সাহসী, কোমল আর আলোয় ভরা মানুষ।’ তিনি আরো বলেন, মারণঘাতি ক্যানসারে আক্রান্ত ছিলেন শারম্যান; ৪ স্টেজ ছিলেন । সে সময় থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। শেষদিকে কিডনি থেকে মরণ ব্যাধি ক্যানসারও তার শরীরজুড়ে ছড়িয়ে পড়ে।

গায়ক ও অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও ববির জীবনের আরেকটি অনন্য অধ্যায় হলো তার মানবসেবামূলক ভূমিকা। গ্ল্যামার ভুবন ছেড়ে তিনি যুক্ত হন জরুরি স্বাস্থ্যসেবা খাতে। তার মৃত্যুতে শোক নেমে এসেছে পশ্চিমের বিনোদন দুনিয়াতে।