অর্গানিক পদ্ধতিতে পাট চাষে কৃষকের সফলতা, খুলছে রপ্তানির নতুন দুয়ার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ | ২৪ জুন ২০২৫
রাসায়নিকের ব্যবহার ছাড়াই প্রাকৃতিক উপায়ে চাষ হচ্ছে দেশের ঐতিহ্যবাহী সোনালি আঁশ—পাট। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একাধিক কৃষক এবার সফলভাবে অর্গানিক পদ্ধতিতে পাট চাষ করেছেন, যা স্থানীয়ভাবে আলোড়ন তুলেছে এবং আন্তর্জাতিক বাজারে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
মনাকষা ইউনিয়নের কৃষক মো. রফিকুল ইসলাম বলেন, “আগে যেসব রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার করতাম, তা জমির ক্ষতি করত। এবার সব প্রাকৃতিক উপায়ে চাষ করেছি—গোবর সার, ভার্মিকম্পোস্ট, ছাই আর নিমের নির্যাস দিয়েই জমি প্রস্তুত করেছি। ফলনও খারাপ হয়নি।”
জানাগেছে, অর্গানিক পদ্ধতিতে পাট চাষে জমিতে জৈবসার ব্যবহার করা হয়—বিশেষ করে গরুর গোবর, ভার্মিকম্পোস্ট, মুসুর ডালের খৈল ও ছাই। পোকামাকড় দমনে ব্যবহৃত হয় নীমপাতার রস, রসুন-লঙ্কা মিশ্রিত ঘরে তৈরি বালাইনাশক। জমিতে আগাছা দমন হয় আগাম চাষ ও হাত দিয়ে পরিষ্কারের মাধ্যমে।
চাষি আবু তাহের জানান, “খরচ অনেক কমেছে। আর মাটিরও ক্ষতি হচ্ছে না। আগে যেখানে সার কিনতেই খরচ হতো হাজার টাকার ওপরে, এখন নিজেই সব জোগাড় করতে পারি।”
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, “আমরা চাষিদের উৎসাহিত করছি রাসায়নিকমুক্ত চাষে। অর্গানিক পাটের চাহিদা বিশ্ববাজারে বাড়ছে। চাষিরা ভালো দাম পাবে।”
স্থানীয় বাজারে এখন থেকেই অর্গানিক পাট আলাদা করে সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি অফিস বলছে, সরকারি সহযোগিতা বাড়লে এই পদ্ধতিতে পাট রপ্তানিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে