সংবাদ শিরোনাম

বাংলাদেশে সামাজিক বিমা স্কিম প্রবর্তনে কর্মশালা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৬ অগাস্ট ২০২৫, ১১:৪১ অপরাহ্ন   |   রাজনীতি

বাংলাদেশে সামাজিক বিমা স্কিম প্রবর্তনে কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর, ২২ শ্রাবণ (৬ আগস্ট):

বাংলাদেশে শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ‘জাতীয় সামাজিক বিমা স্কিম (NSIS)’ বাস্তবায়নের রোডম্যাপ প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্রাক সিডিএম কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), অস্ট্রেলিয়ান এইড (Australian Aid) এবং RAPID-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

 কর্মশালায় প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বাংলাদেশ ইতোমধ্যে শিশুশ্রম নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়ে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এছাড়া, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মতো কর আদায়ের হার বৃদ্ধি এবং শ্রমিক-মালিক অংশীদারিত্বের মাধ্যমে টেকসই সামাজিক সুরক্ষা মডেল প্রয়োগের সম্ভাবনার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

শ্রম সচিব প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণ এবং ফরমাল ও ইনফরমাল খাতের শ্রমিকদের সামাজিক সুরক্ষার আওতায় আনার ওপর জোর দেন। তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ও কেন্দ্রীয় তহবিলের সেবাগুলো দ্রুততার সাথে ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা আনয়নের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি, International Social Security Association (ISSA)-এর সদস্যপদ লাভের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।  

কর্মশালায় মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও এর আওতাধীন শ্রম অধিদপ্তর, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, সেন্ট্রাল ফান্ড ও বাংলাদেশ শ্রমিক কল‍্যাণ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিইএফ, বিজিএমইএ, বিকেএমইএ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।