রাজধানীতে জামায়াতে ইসলামী’র মানববন্ধন: পাঁচ দফা বাস্তবায়নের আহ্বান
ঢাকা, ১৪ অক্টোবর ২০২৫ | নিজস্ব প্রতিবেদকঃ
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার যৌথ উদ্যোগে রাজধানীতে বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামী’র নায়েবে আমির ডা. আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, “বর্তমান সরকার জনগণের স্বার্থে নয়, গোষ্ঠীগত স্বার্থে কাজ করছে। অবিলম্বে এই নীতি পরিহার করে জামায়াতের পাঁচ দফা দাবি মেনে নিতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বলেন, দেশব্যাপী স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে।
নেতারা জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সেই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন করলেই দেশে একটি গণতান্ত্রিক ও ন্যায্য পরিবেশ সৃষ্টি হবে।
মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী’র আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, জামায়াতের ৫ দফা দাবি বাস্তবায়ন করে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য।