সাদাছড়ি একটি শক্তি, এটা স্বাধীনতার প্রতীক -- সমাজকল্যাণ উপদেষ্টা
ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সাদাছড়ি একটি শক্তি, স্বাধীনতার প্রতীক। এটা সচেতনতার প্রতীক যা সীমাবদ্ধতা প্রকাশ করে না, সীমাহীনতা প্রকাশ করে। তিনি বলেন, অন্ধত্ব কোনো হেরে যাওয়া অবস্থা নয়, অন্ধত্ব হলো একটি অন্য নতুন দৃষ্টিভঙ্গি। অন্তর্বর্তীকালীন সরকারের সীমিত সময়ের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও তাদের স্বার্থ সুরক্ষায় কাজ করে যাচ্ছে।
আজ ঢাকায় মিরপুর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা, দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী ছাত্রছাত্রীদের সম্মাননা ও প্রণোদনা প্রদান, সাদাছড়ি বিতরণ এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’।
প্রতিপাদ্যটি যথার্থ ও সময়োপযোগী হিসেব উল্লেখ করে উপদেষ্টা বলেন, সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন শুধু সাদাছড়ি বিষয়ক একটি বৈশ্বিক উদযাপন নয় বরং এটি বিশ্বব্যাপী দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংহতি, একাত্মকতা ও অধিকারের প্রতীক। বর্তমান সরকার সকল শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে এক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এদেশের দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধী জনগণকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও পুনর্বাসনের মাধ্যমে তাদেরকে উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্ত করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উদযাপনের মাধ্যমে এ দেশের সকল দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও ক্ষমতায়নের পথ আরো প্রসারিত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
উপদেষ্টা বলেন, আজকের এই দিবসটির রয়েছে বর্ণাঢ্য ইতিহাস। সর্বপ্রথম ১৯৬৪ সনে মার্কিন যুক্তরাষ্ট্রে সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত হয়। ১৯৬৯ সালের ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর শ্রীলংকার রাজধানী কলম্বোতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রথম বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই থেকে প্রতিবছর সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিজয় কৃষ্ণ দেবনাথ, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভলপমেন্ট এর সিনিয়র কো-অর্ডিনেটর মোঃ জাহাঙ্গির আলম, ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটির সভাপতি অ্যাডভোকেট মোঃ মোশাররফ হোসেন মজুমদার, বাংলাদেশ প্রতিবন্ধী সহযোগিতা সংস্থার সাধারণ সম্পাদক ড. মোঃ হারুন উর রশিদ ও দৃষ্টি প্রতিবন্ধীরা।
অন্যদিকে, উপদেষ্টা রাজধানীর মিরপুরে রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় গতকালের অগ্নিকাণ্ডের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আপনারা জানেন এই ধরনের দুর্ঘটনা জনবহুল এলাকা পুরোনো ঢাকায় ইত:পূর্বে ঘটেছে। এ ধরনের জনবহুল এলাকায় রাসায়নিক গুদাম অনাকাঙ্ক্ষিত। এই ধরনের গুদাম ও প্রতিষ্ঠান গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে। তিনি অগ্নিকাণ্ডে নিহতদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুচিকিৎসায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের হাসপাতাল সমাজকর্মীগণ কাজ করছেন এবং তাদের পরিবার পরিজনদের সাথে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন বলে তিনি জানান।