সংবাদ শিরোনাম

আগামীকাল টিসিবি মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন

 প্রকাশ: ০৬ অগাস্ট ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন   |   রাজনীতি

আগামীকাল টিসিবি মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন


ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট):

আগামীকাল বিকাল ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মিলনায়তনে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে ছাত্র জনতার জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।   

অনুষ্ঠানমালায় থাকবে একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণ, শোন মহাজন, টেস্টিমনি অব মার্টিয়ার্স ফ্যামিলি ও কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা তথ্যচিত্র প্রদর্শন, জুলাই কেন্দারীক গীতি আলেখ্য ও আলোচনাসভা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।