সংবাদ শিরোনাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে “২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা” বইয়ের ইংরেজি ও আরবি সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন   |   রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে “২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা” বইয়ের ইংরেজি ও আরবি সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

ঢাকা, ১ আগস্ট ২০২৫:

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে প্রকাশিত "২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা" বইয়ের ইংরেজি ও আরবি সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ রাজধানী ঢাকায় এক অনাড়ম্বর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য জনাব [নাম উল্লেখ করুন]। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজি ও আরবি সংস্করণ প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট গবেষক, অনুবাদক ও রাজনৈতিক বিশ্লেষকগণ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “২০১৩ সালের গণআন্দোলনে শহীদ ও আহত ভাইদের আত্মত্যাগকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যে এই অনুবাদ দুইটি প্রকাশ করা হয়েছে। এটি শুধু ইতিহাসের দলিল নয়, বরং আন্তর্জাতিক সমাজে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির একটি প্রতিবিম্ব।”

বইটির ইংরেজি সংস্করণ ‘The Martyrs and the Wounded of the Second Liberation Struggle’ এবং আরবি সংস্করণ ‘شهداء وجرحى النضال من أجل التحرير الثاني’ শিরোনামে প্রকাশিত হয়েছে। এতে ২০১৩ সালে শান্তিপূর্ণ আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা, ঘটনার বর্ণনা এবং চিত্রসহ গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের প্রকাশনা সম্পাদক, আন্তর্জাতিক বিভাগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধি।

বক্তারা বলেন, এই বই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রকৃত চিত্র তুলে ধরবে এবং শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখবে।

অনুষ্ঠান শেষে বই দুটি আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে বিতরণ করা হয়।