সংবাদ শিরোনাম

বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন   |   জাতীয়

বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান

ঢাকা, ১৮ ভাদ্র (২ সেপ্টেম্বর):

বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সারাদেশে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বিভিন্ন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

টাঙ্গাইল, নাটোর, নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগরের চকবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে পরিচালিত চারটি মোবাইল কোর্ট অভিযানে নয়টি মামলার মাধ্যমে মোট ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪ হাজার ৪৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি চকবাজার এলাকায় একটি পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা করে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। অভিযানের সময় বিভিন্ন বাজার, সুপারশপ ও দোকান মালিক এবং সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।

অপরদিকে, বান্দরবান জেলায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে একটি মামলার মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং দুইটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় কয়েকটি যানবাহনের চালককে সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া, ঢাকা মহানগরের নিকুঞ্জ এলাকায় যানবাহন কর্তৃক মানমাত্রার অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পাঁচটি মামলার মাধ্যমে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং সংশ্লিষ্ট চালকদের সতর্ক করা হয়।

পরিবেশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের কঠোর ব্যবস্থা ভবিষ্যতেও গ্রহণ করা হবে।