সংবাদ শিরোনাম

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে সমঝোতা স্মারক স্বাক্ষর: বাংলাদেশ সেনাবাহিনী পুনঃখনন করবে ৮১.৫ কিলোমিটার নদী

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন   |   জাতীয়

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে সমঝোতা স্মারক স্বাক্ষর:  বাংলাদেশ সেনাবাহিনী পুনঃখনন করবে ৮১.৫ কিলোমিটার নদী

ঢাকা, ২২ সেপ্টেম্বর:

যশোর ও খুলনা জেলার ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

আজ রাজধানীর পান্থপথে পাউবো কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাউবোর পক্ষে যশোর পানি উন্নয়ন বৃত্ত, খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক বি. এম. আব্দুল মোমিন এবং সেনাবাহিনীর পক্ষে ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক লে. কর্নেল মামুনুর রশিদ, afwc, psc স্বাক্ষর করেন।

প্রকল্পের আওতায় মোট ৮১.৫ কিলোমিটার পাঁচটি নদী পুনঃখনন করা হবে। এর মধ্যে হরিহর নদী ৩৫ কিমি, হরি-টেলিগাটি নদী ২০ কিমি, আপার ভদ্রা নদী ১৮.৫ কিমি, টেকা নদী ৭ কিমি এবং শ্রী নদী ১ কিমি পুনঃখনন করা হবে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৩,৯৯৮.১৯ লাখ টাকা। সরকারি নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী ‘ডেলিগেটেড প্রোকিউরমেন্ট’ পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়ন করবে।

নদী খননের পাশাপাশি প্রকল্পে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, খননকৃত মাটি স্থানীয় সড়ক নির্মাণে ব্যবহার, এবং সবুজায়ন ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশবান্ধব পুনঃখনন নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছে। তিনি আরও জানান, পাউবো ও সেনাবাহিনী যৌথভাবে প্রকল্প বাস্তবায়ন, তদারকি ও মনিটরিং করবে। প্রকল্পটি শেষ হলে ভবদহ অঞ্চলের মানুষ বড় ধরনের স্বস্তি পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—খুলনা দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম; ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের স্টাফ অফিসার-১ (পরিকল্পনা) লে. কর্নেল তানভীর আহমেদ, psc; যশোর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী এবং প্রকল্প কর্মকর্তা মেজর গাজী নাজমুল হাসান।