সংবাদ শিরোনাম

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ ঘুরে আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার: নিরাপদ ও আনন্দঘন পরিবেশে হবে দুর্গোৎসব

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন   |   জেলার খবর

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ ঘুরে আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার: নিরাপদ ও আনন্দঘন পরিবেশে হবে দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সারাদেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে। নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য উল্লেখ করে তিনি বলেন, এ জেলার মানুষ সবসময় ধর্মীয় সহাবস্থান রক্ষা করে আসছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের মিশনপাড়ার রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা জানান।


এ বছর সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে আনসার, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্থানীয়ভাবে সাতজন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকেও প্রায় ৮০ হাজার অতিরিক্ত স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে।

নারায়ণগঞ্জের পূজার নিরাপত্তা ও সহায়তা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “এখানে পূজা উদ্‌যাপন নির্বিঘ্নে হচ্ছে। পূজা কমিটির নেতৃবৃন্দও জানিয়েছেন—কোনো নিরাপত্তা আশঙ্কা নেই। প্রতিটি মণ্ডপে সিসিটিভি বসানো হয়েছে এবং শুরু থেকেই সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে।”

তিনি আরও জানান, নারায়ণগঞ্জে পূজা আয়োজনে প্রায় ৩২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি চাল বিতরণ করা হয়েছে।

ধর্মীয় অনুষ্ঠানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পূজা শুধু আনন্দের নয়, এটি একটি পবিত্র ধর্মীয় উৎসব। সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এর মর্যাদা রক্ষা করা হবে।”

২৪ সেপ্টেম্বর থেকে আনসার বাহিনী ও মহিলা-শিশু মন্ত্রণালয়ের প্রতিনিধিরা মাঠপর্যায়ে দায়িত্বে যুক্ত হবেন বলে জানান তিনি।