সংবাদ শিরোনাম

খুলনা মেডিকেলে বকশিশ না পেয়ে অক্সিজেন খুলে মৃত্যু

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনা মেডিকেলে বকশিশ না পেয়ে অক্সিজেন খুলে মৃত্যু

খুলনা জেলা প্রতিনিধি :

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন ৩৮ বছর বয়সী সাইফুল ইসলামের পরিবার অভিযোগ করেছেন, বকশিশ না দেওয়ায় একজন পরিচ্ছন্নকর্মী তার অক্সিজেন খুলে দেন। পরিবারের দাবি, অক্সিজেন খুলে দেবার ১৫–২০ মিনিটের মধ্যে সাইফুলের মৃত্যু হয়।

সাইফুল ২০ সেপ্টেম্বর শনিবার  কিডনিজনিত সমস্যায় মেডিসিন ইউনিট-১-এর ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। ভর্তির পর শ্বাসকষ্ট বেড়ে গেলে রাতে পরিচিতদের মাধ্যমে অক্সিজেন জোগাড় করা হয়।

পরিবারের অভিযোগ, ২১ সেপ্টেম্বর রবিবার সকালে ওয়ার্ড ক্লিনার জব্বার বকশিশ চাইলে তা না দেওয়ায় তিনি অক্সিজেন অন্য রোগীর কাছে সরিয়ে দেন। অভিযুক্ত ক্লিনার এই অভিযোগ অস্বীকার করেছেন।

খুমেক হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সুজাত আহমেদ জানিয়েছেন, ওয়ার্ডের চিকিৎসকের অনুমতি ছাড়া কেউ অক্সিজেন সরাতে পারবে না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে।