চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধন

চট্টগ্রাম, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর):
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পরিচ্ছন্ন সচেতনতামূলক প্রচারাভিযান-২০২৫ এর উদ্বোধন করেন। এ পরিচ্ছন্ন সচেতনতামূলক প্রচারাভিযানের প্রতিপাদ্য হলো ‘পরিচ্ছন্ন রাখি-চট্টগ্রাম নগরী’।
চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ), ইয়ংওয়ান কর্পোরেশন এবং কোরিয়ার ইপিজেডের যৌথ আয়োজনে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য শহরবাসী, নাগরিক সমাজ, সুশীল সমাজ, ছাত্র-শিক্ষক এবং নগর প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, রিডিউজ (কমানো), রিসাইকেল (পুনর্ব্যবহারযোগ্য করা) এবং রিইউজ (পুনরায় ব্যবহার করা)-এ তিনটি আর (R) নিয়ে কাজ করছে সরকার।
তিনি বলেন, ময়লা আবর্জনা পরিষ্কার করতে দুই রংয়ের বিন ব্যাগ ব্যবহার করা যেতে পারে। একটিতে পচনশীল অন্যটিতে অপচনশীল আবর্জনা রাখা হলে তা অপসারণের সুবিধা হবে। কেউ এগুলো ব্যবহার না করলে জরিমানা করার ব্যবস্থা করতে হবে। জরিমানা আরোপ না করলে বর্জ্য ব্যবস্থাপনা ঠিক হবেনা। তাছাড়া, বর্জ্য থেকে সার ও বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু করা এখন সময়ের দাবি বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরো বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে সচেতনতা, অংশগ্রহণ এবং সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তিনি নগর পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধিতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত চট্টগ্রাম গড়তে যৌথ প্রচেষ্টার বিকল্প নেই। পরিকল্পিত শহর গড়তে হলে নগর পরিকল্পনার বিকল্প নেই।
ইয়ংওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান ও সিইও কিহাক সুং বলেন, চট্টগ্রাম শহর পরিচ্ছন্ন ও সুন্দর করতে সব ধরনের কার্যক্রমের সাথে আছে তার প্রতিষ্ঠান। আমাদের ৬০ হাজার কর্মী একাজে আপনাদের সহযোগিতা করবে বলে তিনি মন্তব্য করেন।
চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, সৈয়দ মাহমুদুল হক, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (CDA) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ নূরুল করিমসহ বিভিন্ন স্কুল এবং সিআইইউ এর শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষ্যে একটি র্যালি সিআইইউ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট ও চেরাগীমোড় হয়ে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।