সংবাদ শিরোনাম

আপীল বিভাগের অবকাশকালীন বিচারপতি মনোনয়ন

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন   |   জাতীয়

আপীল বিভাগের অবকাশকালীন বিচারপতি মনোনয়ন

ঢাকা, ১৮ ভাদ্র (২ সেপ্টেম্বর):

প্রধান বিচারপতি ৭ সেপ্টেম্বর হতে ১৬ অক্টোবর পর্যন্ত কোর্টের চলমান অবকাশকালে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারপতি মনোনয়ন দিয়েছেন। আগামী ৭ সেপ্টেম্বর হতে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিচারপতি মোঃ রেজাউল হককে এবং ২১ সেপ্টেম্বর হতে ১৬ অক্টোবর পর্যন্ত বিচারপতি ফারাহ মাহবুবকে Vacation Judge হিসেবে মনোনয়ন প্রদান করা হয়। 

বিচারপতি মোঃ রেজাউল হক ৮, ৯, ১০, ১৫, ১৬, ১৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় শারীরিক উপস্থিতিতে আপীল বিভাগের ১নং চেম্বার কোর্টে এবং বিচারপতি ফারাহ মাহবুব ২১, ২৩, ২৫, ২৮, ২৯ সেপ্টেম্বর ও ৫, ৭, ৯, ১২, ১৪ অক্টোবর সকাল ১১ টা হতে দুপুর ১টা পর্যন্ত শারীরিক উপস্থিতিতে আপীল বিভাগের ২নং চেম্বার কোর্টে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।

সম্প্রতি আপীল বিভাগের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।