সংবাদ শিরোনাম

বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে NIANER প্রকল্পের RoD এবং ToR স্বাক্ষরিত

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন   |   জাতীয়

বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে NIANER প্রকল্পের RoD এবং ToR স্বাক্ষরিত

ঢাকা, ১৬ ভাদ্র (৩১ আগস্ট):

বাংলাদেশ সরকার এবং দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা Korea International Cooperation Agency (KOICA)-এর মধ্যে আজ ঢাকায় শেরে বাংলা নগরে ইআরডিতে "Education and Research Capacity Building of National Institute of Advanced Nursing Education and Research (NIANER) in Bangladesh” শীর্ষক প্রকল্পের Record of Discussion (RoD) এবং Terms of Reference (ToR) স্বাক্ষরিত হয়। প্রকল্পটি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য KOICA অনুদান সহায়তা বাবদ পাঁচ দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে। 

প্রকল্পটির মূল উদ্দেশ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ (NIANER) এ পিএইচডি প্রোগ্রাম এবং নার্সিং প্রশিক্ষণের মাধ্যমে উচ্চমানের নার্সিং ফ্যাকাল্টি প্রতিষ্ঠার জন্য একটি ভিত্তি স্থাপন করা। এটি বাংলাদেশে নার্সদের পিএইচডি প্রোগ্রামের প্রথম পদক্ষেপ। 

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও অনুবিভাগ প্রধান (এশিয়া, জেইসি ও এফএন্ডএফ) মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে KOICA-এর কান্ট্রি ডিরেক্টর  Jihoon Kim যৌথভাবে প্রকল্পের RoD এবং ToR স্বাক্ষর করেন।