সংবাদ শিরোনাম

৩১তম দেশ হিসাবে Hope Network-এ যুক্ত হচ্ছে বাংলাদেশ

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২৫, ১১:১৪ অপরাহ্ন   |   জাতীয়

৩১তম দেশ হিসাবে Hope Network-এ যুক্ত হচ্ছে বাংলাদেশ

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট):   

বাহরাইন সরকারের যুববিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে এবং আন্তর্জাতিক যুব সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ গ্লোবাল নেটওয়ার্ক ফর ইয়ুথ কম্পিটিটিভনেস Hope Network -এ যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ২৪ আগস্ট  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশের পক্ষে আনুষ্ঠানিকভাবে এই নেটওয়ার্কে যোগদানের সম্মতি প্রদান করেন। এর মাধ্যমে বাংলাদেশ Hope Network -এর ৩১তম সদস্য দেশ হিসেবে যোগদান করতে যাচ্ছে।

Hope Network একটি বিশ্বব্যাপী প্লাটর্ফম যা যুব ক্ষমতায়ন, উদ্ভাবন এবং বৈশ্বিক অংশীদারিত্বকে উৎসাহিত করে। বর্তমানে এই নেটওয়ার্কের সদস্য সংখ্যা ৩০টি; এর মধ্যে রয়েছে সকল জিসিসি (Gulf Cooperation Council) ভুক্ত দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ইতালি এবং জাতিসংঘের যুব অফিসের মতো প্রভাবশালী সংস্থা।

এ নেটওয়ার্কের সদস্য পদ বাংলাদেশের যুবনীতির আন্তর্জাতিকীকরণে নতুন গতি সঞ্চার করবে। এ মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে, যৌথ উদ্যোগ বাস্তবায়ন করতে পারবে এবং বৈশ্বিক যুব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

Hope Network -এর সদস্য হিসেবে বাংলাদেশ তার যুব উন্নয়ন সম্পর্কিত সাফল্য, উদ্ভাবনী ধারণা ও মূল্যবান অভিজ্ঞতাগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে পারবে। পাশাপাশি নেটওয়ার্কের অন্য সদস্য দেশগুলোর সেরা চর্চাগুলো থেকে শেখার ও কাজে লাগানোরও সুযোগ পাবে বাংলাদেশ।

এ যোগদান বাংলাদেশের যুবশক্তিকে আন্তর্জাতিক অঙ্গনে আরো সক্রিয় ও প্রতিযোগিতামুখী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।