অষ্টাদশ বিসিএস ফোরাম ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের অভিষেক

ঢাকা, ৮ ভাদ্র (২৩ আগস্ট):
বাংলাদেশ সিভিল সার্ভিসের অষ্টাদশ বিসিএস ফোরাম ২০২৫-২৬ মেয়াদে ফোরামের নবগঠিত কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান আজ ঢাকায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অষ্টাদশ বিসিএস ফোরাম একটি পেশাজীবী সংগঠন। এ ফোরামের সদস্যগণ স্ব স্ব ক্ষেত্রে সরকারি দায়িত্বের পাশাপাশি নানাবিধ সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তামূলক কর্মকান্ডে জড়িত রয়েছেন। অষ্টাদশ বিসিএস এর ১৯টি ক্যাডারের প্রায় ১৫০০ কর্মকর্তা এ ফোরামের সদস্য।