সংবাদ শিরোনাম

সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের কণ্ঠস্বর তুলে ধরতে ‘ইয়ুথ ভয়েস মেকানিজম’-এর উদ্বোধন

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন   |   জাতীয়

সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের কণ্ঠস্বর তুলে ধরতে ‘ইয়ুথ ভয়েস মেকানিজম’-এর উদ্বোধন

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট):

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতিসংঘ ব্যবস্থার যৌথ উদ্যোগে একটি ইয়ুথ ভয়েস মেকানিজম (YVM)-এর ডিজাইন ফেইজ উদ্বোধন করা হয়েছে। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলমের সভাপতিত্বে আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ প্ল্যাটফর্মের লক্ষ্য দেশের নীতি উন্নয়ন এবং শাসন প্রক্রিয়ায় বাংলাদেশের তরুণদের কণ্ঠস্বরকে আরো জোরদার করা এবং দেশের ভবিষ্যৎ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। 

সচিব বলেন, ইয়ুথ ভয়েস মেকানিজমকে সফল করার জন্য আমরা জাতিসংঘ ব্যবস্থা এবং বাংলাদেশের তরুণদের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগ আমাদের তরুণদের চাহিদা এবং আকাঙ্ক্ষা আরো ভালভাবে বুঝতে সাহায্য করবে এবং নিশ্চিত করবে যে তাদের কণ্ঠস্বর আমাদের নীতি ও কর্মসূচিতে প্রতিফলিত হয়।

অনুষ্ঠানে ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ Ileza Azyei, ইউনেস্কো’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ Susan vize, ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হালিমা নিয়ামাত, ইউএন উইমেন’র ইয়ুথ কো-অর্ডিনেটর হুমাইরা বিনতে ফারুকী, ইউএনডিপি’র ইয়ুথ এনাল্যাইসিস সুমিত রাবিদাসসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।