মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট):
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক আলফাজ উদ্দীন শেখ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
আজ এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, আলফাজ উদ্দীন শেখ ছিলেন একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা। দেশের মৎস্যসম্পদ উন্নয়ন, সম্প্রসারণ এবং টেকসই ব্যবস্থাপনায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে মৎস্য খাত একজন যোগ্য, অভিজ্ঞ ও কর্মনিষ্ঠ কর্মকর্তাকে হারালো।
উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আলফাজ উদ্দীন শেখ আজ বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।