যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট):
স্বাস্থ্য সেবা বিভাগ ও বাংলাদেশ রেলওয়ের যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল। বাংলাদেশ রেলওয়ের অন্যান্য হাসপাতালসমূহও পর্যায়ক্রমে যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হবে। এসব হাসপাতালে রেল কর্মচারী ও তাদের পোষ্যদের পাশাপাশি সাধারণ জনগণও স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবে।
রাজধানীর কমলাপু্র রেলওয়ে রেস্ট হাউজে আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ, রেলপথ মন্ত্রণালয় ও অর্থ বিভাগের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত নতুন তিনটি হাসপাতাল সঠিকভাবে পরিচালনার উদ্দেশ্যে তিন বিভাগের করণীয় নির্ধারণে ১০০ দিনের একটি বিশেষ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণাধীন হাসপাতালসমূহ যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার জন্য গত ২১ এপ্রিল ২০২৫ তারিখে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ইতোমধ্যে স্বাস্থ্য সেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল একত্রিত হয়ে ‘চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতাল’ নামে পরিচালিত হচ্ছে।
সভায় অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ উল্লিখিত তিন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তারা ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশন ও ঢাকা রেলওয়ে হাসপাতাল পরিদর্শন করেন।