চাঁপাইনবাবগঞ্জে নাচোলে চুরি যাওয়া গরু উদ্ধার, গ্রেফতার এক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামে চুরি যাওয়া একটি গাভী গরু উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। একই সাথে এই চুরির ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ স‚ত্রে জানা যায়, গত ০৩ সেপ্টেম্বর রাত সোয়া আটটা থেকে পৌনে নয়টার মধ্যে নাচোল থানার মাক্তাপুর গ্রামের বাসিন্দা মোঃ গোলাম মোস্তফার বাড়ি থেকে একটি মেটে সাদা রঙের গাভী চুরি হয়ে যায়। গরুর মালিক গোলাম মোস্তফা এশার নামাজ পড়তে গেলে এই সুযোগে চোর গরুটি নিয়ে যায়। চুরি যাওয়া গাভীটির আনুমানিক ম‚ল্য ৬৫ হাজার টাকা।
ঘটনার পর পরই গরু বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে শুক্রবার সাকালে গরুর মালিক নাচোল থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে নাচোল থানা পুলিশ শুক্রবার (০৫/০৯/২৫) ৩৭৯ পেনাল কোড ১৮৬০ ধারায় একটি মামলা (মামলা নং- ৯) রুজু করে তদন্ত শুরু করে।
তদন্তের অংশ হিসেবে আজ ০৫ সেপ্টেম্বর সকাল ১০টায় নাচোল থানা পুলিশ একটি অভিযান পরিচালনা করে। অভিযানে নাচোল মধ্যবাজারস্থ মোঃ শফিকুল ইসলামের বাড়ির পিছন থেকে চুরি যাওয়া গরুটি উদ্ধার করা হয়। একই সাথে এই চুরির ঘটনায় জড়িত মোঃ তোফাজ্জল (৪০), গ্রেফতার করা হয়। তোফাজ্জুল, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে।
নাচোল থানা ওসি বলেন, গ্রেফতারকৃত তোফাজ্জলকে সংশ্লিষ্ট ধারায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং উদ্ধারকৃত গরুটি আইনি প্রক্রিয়া শেষে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।