সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের ট্রাকের ধাক্কায় শিশু নিহত

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে  এরফান গ্রুপের ট্রাকের ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌমহনীতে কোচিং থেকে ফেরার পথে পেছন থেকে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে ফাতেমা খাতুন নামের এক শিশু শিক্ষার্থী। সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চোমহনী বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ফাতেমা খাতুন (১০) ভবানীপুর রাজারামপুর এলাকার ইসমাইল হোসেনের মেয়ে।

স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে কোচিং শেষে হেঁটে বাসায় ফিরছিল ফাতেমা৷ এসময় পেছন থেকে আসা এরফান অটো রাইস মিলের একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্বার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটিকে আটল করে ভাংচুর করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ইসারুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। মাথায় প্রচন্ড আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, ট্রাকের ধাক্কায় হাসপাতালে নেয়ার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।