অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে জোবিঅ-মেঘনাঘাটের সফল অভিযান: বিপুল অর্থের গ্যাস চুরি রোধ

ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর):
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক গঠিত মোবাইল কোর্ট আজ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আষাঢ়িয়ার চর ও প্রতাপের চরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এক সফল অভিযান পরিচালনা করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৩টি বাণিজ্যিক চুন কারখানার মোট ৮টি ভাটি এবং ৩টি অবৈধ আবাসিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ অভিযানের ফলে দৈনিক প্রায় ২ লাখ ৬২ হাজার টাকা সমমূল্যের গ্যাসের অপচয় রোধ করা সম্ভব হয়েছে।
অভিযানের সময় বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ২ ইঞ্চি ব্যাসের ১০ ফুট পাইপ, ৩/৪ ইঞ্চি ব্যাসের ১৭০ ফুট পাইপ, ১০০ ফুট হোজ পাইপ, ১৮টি এয়ার মিক্সিং বার্নার এবং ৪টি ওয়েট মেশিন। এসব অবৈধ সংযোগ ও সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে প্রতিদিন লক্ষাধিক টাকার গ্যাস চুরি করা হয়েছে।
যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে, ফায়ার সার্ভিসের সহায়তায় উচ্ছেদকৃত চুন কারখানাগুলোর আগুন নিয়ন্ত্রণে এনে স্থাপনাগুলো এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে ভেঙে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়। অবৈধ স্থাপনাগুলোর মালিকদের ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো জরিমানা বা মামলা করা সম্ভব হয়নি।
অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।