খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি

নিজস্ব প্রতিনিধি:
আন্তর্জাতিক
সাক্ষরতা দিবস-২০২৫ উপলক্ষ্যে খুলনায় প্রতি বছরের ন্যায় ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা
দিবস পালন করা হয়েছে। এতে জেলা প্রশাসন ও নন-ফরমাল এডুকেশন ব্যুরো, খুলনার যৌথ উদ্যোগে
বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ খুলনার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান খুলনা জেলায় আয়োজিত র্যালিতে নেতৃত্ব দেন।
র্যালিটি
জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে
বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি
এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক
সাক্ষরতা দিবস-২০২৫ এর প্রতিপাদ্য— ‘Promoting Literacy
in a Digital Era’ যা বাংলায় মূলভাব ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’।
র্যালি শেষে
জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।