সংবাদ শিরোনাম

সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার - উপদেষ্টা শারমীন এস মুরশিদ

 প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন   |   জেলার খবর

সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার    - উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ), ২২ ভাদ্র (৬ সেপ্টেম্বর):

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত উশৃঙ্খলতা আমরা বড়রা নিরসন করতে পারিনি। ’২৪-এর গণঅভ্যুত্থানে ছোট ছোট বাচ্চারা আমাদেরকে একটা পরিবর্তন এনে  দিয়েছে। এই গণঅভ্যুত্থানে ৭০ শতাংশ মেয়ে অংশ নিয়েছিল, তারা বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার।

উপদেষ্টা আজ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দীর্ঘ ১৬ বছরের যে অনিয়ম-দুর্নীতি তা এক বছরেই নির্মূল করা যাবে না। নতুন বাংলাদেশে শিশু ও নারীদের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষভাবে কাজ করে যাচ্ছে। অভিভাবকদের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। 

বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান এবং সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের সভাপতি আক্তার হোসেন ও পরিচালক খায়রুল ইসলাম।

অনুষ্ঠানে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৯৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।