সংবাদ শিরোনাম

গোয়ালন্দে নুরাল পাগলার মাজারে হামলা: মরদেহ কবর থেকে তুলে মহাসড়কে পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা

 প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন   |   জেলার খবর

গোয়ালন্দে নুরাল পাগলার মাজারে হামলা: মরদেহ কবর থেকে তুলে মহাসড়কে পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা

নিজস্ব প্রতিনিধি ;

রাজবাড়ীর গোয়ালন্দে ‘তৌহিদি জনতা’ পরিচয়ে নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর, বাড়ি ও দরবার শরিফে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরের পর ঘটে যাওয়া এ ঘটনায় অন্তত ২১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একদল মানুষ দলবেঁধে মাজারে প্রবেশের চেষ্টা করে। এসময় ভক্ত ও হামলাকারীদের মধ্যে ইটপাটকেল ছোঁড়াছুঁড়ি হয়। পরে মাজারের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে হামলাকারীরা মারধর, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

এর আগে পুলিশ ও তাদের গাড়িতেও হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। সবচেয়ে নৃশংস ঘটনায়, হামলাকারীরা নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে রাজবাড়ী-দৌলতদিয়া মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।