চাঁপাইনবাবগঞ্জে বিনা-১৯ ও ২১ চাষাবাদ ও সম্প্রসারণে কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা উদ্ভাবিত খরা সহিষ্ণু, উচ্চ ফলনশীল স্বল্পমেয়াদী ধানের জাত বিনা-১৯ ও বিনা ধান-২১ এর চাষাবাদ বৃদ্ধি ও সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন লক্ষীনারায়নপুর পোড়াগ্রাম ও দেবিনগর ইউনিয়নের নতুনগ্রাম এলাকায় পৃথক দুটি মাঠদিবস অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় মাঠ দিবসের অনুষ্ঠান বাস্তবায়ন করে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ।
মাঠ দিবসের অনুষ্ঠানে কৃষক-কৃষণীদের উদ্দেশ্যে কৃষি কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তারা বলেন, খরাপ্রবণ এলাকা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের জন্য উপযোগী বিনা-১৯ ও বিনা ধান-২১। বিভিন্ন মাঠে এই ধানের চাষাবাদ করে ৯৫-১০৫ দিনের মধ্যেই ভালো ফলন পাওয়া গেছে। আগামীতে কৃষকদের মাঝে নতুন জাতের এই ধানের বীজ সরবরাহের আশ্বাস দেন তারা।