সংবাদ শিরোনাম

ভূমি জোনিংয়ের মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে - ভূমি সচিব

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন   |   জাতীয়

ভূমি জোনিংয়ের মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে  - ভূমি সচিব

ঢাকা, ৩০ শ্রাবণ (১৪ আগস্ট):   

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, আমাদের ভূমি কম, মূল্য 

বেশি—এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। ভূমি জোনিংয়ের মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা ও বিভিন্ন অঞ্চলের জন্য উপযুক্ত ব্যবহারের পরিকল্পনা করলে কৃষিজমি সুরক্ষিত হবে ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ভূমি সংরক্ষণের উদ্দেশ্যে ভূমির জোনভিত্তিক পরিকল্পিত ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই কাম্য।

আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রস্তাবিত ‘ভূমি জোনিং ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর চূড়ান্ত খসড়া প্রণয়নের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় ওয়ার্কিং কমিটির সদস্যগণের উপস্থিতিতে কর্মশালায় সভাপতির বক্তব্যে সচিব এসব কথা বলেন। 

কর্মশালায় জানানো হয়, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে অপরিকল্পিত নগরায়ন, আবাসন, উন্নয়নমূলক কার্য, শিল্প কারখানা স্থাপন, রাস্তাঘাট নির্মাণসহ প্রাকৃতিক কারণে প্রতিনিয়তই ভূমির প্রকৃতি ও শ্রেণি পরিবর্তন হচ্ছে। আরো জানানো হয়, দেশের বিস্তীর্ণ এলাকার কৃষিভূমির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। বর্তমানে দেশের মোট ভূমির ৫৯ দশমিক ৭ শতাংশ কৃষি জমি, ১৭ দশমিক ৪ শতাংশ বনভূমি এবং ২০ শতাংশ জলাভূমি। এ বাস্তবতায় ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার জন্য ‘ভূমি জোনিং ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ’ অপরিহার্য।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শরিফুল ইসলাম, সায়মা ইউনুস, মোঃ আব্দুর রউফ, মোঃ এমদাদুল হক চৌধুরী ও মোহাম্মদ মাহফুজুর রহমানসহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ। 

পরে রাজধানীর কাটাবনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) গণের ‘৪৩তম ও ৪৪তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন সিনিয়র সচিব।