বদরুদ্দীন উমরের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর):
ইতিহাস গবেষক, লেখক ও রাজনীতিক এবং জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি উল্লেখ করেন, বদরুদ্দীন উমর সাধারণ মানুষের রাজনৈতিক ও সামাজিক মুক্তির পক্ষে সততা, বস্তুনিষ্ঠতা ও মনীষা নিয়ে অবিচল থেকে নির্ভীক চিত্তে কাজ করে গেছেন। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলেও তার কণ্ঠস্বর ছিল সজাগ ও সুদৃঢ়।
বস্তুনিষ্ঠ ইতিহাসচর্চা ও স্বতন্ত্র রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে বদরুদ্দীন উমর তাঁর গবেষণা ও লেখনিতে ভাষা আন্দোলন থেকে পরবর্তীকালের বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো দৃঢ়তার সঙ্গে তুলে ধরেছেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন গতিপথ নির্মাণে তার লেখনি অনিবার্য ভূমিকা পালন করে যাবে বলে সংস্কৃতি উপদেষ্টা শোকবার্তায় উল্লেখ করেন।