ঐশী বাংলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা পাঠকের কাছে বিশ্বাস ও নির্ভরযোগ্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আস্থার জায়গা তৈরি করতে হবে

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ পাঠকের কাছে বিশ্বাস ও নির্ভরযোগ্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আস্থার জায়গা তৈরি করতে সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সুস্থ সাংবাদিকতার চর্চায় পাঠক বস্তুনিষ্ঠ সংবাদ চায়। আমাদের দেশে ইয়োলো জার্নালিজমের একটি অসুস্থতা আছে উল্লেখ করে তিনি বলেন, ঐশী বাংলা যেন সত্যের জায়গায় দাঁড়িয়ে ইয়োলো জার্নালিজমকে বর্জন করে।
রাজধানীর বিএমএ অডিটরিয়ামে গতকাল দৈনিক ঐশী বাংলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবে এবং গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থান শুধু বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারকে তাড়িয়ে দেয়নি বরং ৫০ বছরের আবর্জনা পরিষ্কার করার চেষ্টা করেছে। সেদিন তরুণরা বলেছিল কোটা নয়, মেধাভিত্তিক সমাজ গড়তে হবে। ওরা মেধার কথা বলে আমাদের নতুন করে চিন্তার জায়গাটা তৈরি করে দিয়েছে, আমাদের সুযোগ দিয়েছে নতুন করে দেশকে নিয়ে ভাববার।
দেশ একটি ক্রান্তিলগ্ন অতিক্রম করছে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সকলের সহযোগিতা নিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যাচ্ছে।