খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
পৃথক পৃথক আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শুক্রবার বিকালে জেলা শহরের শান্তিমোড় এলাকায় জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ¦ মো. রফিকুল ইসলাম। আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে পৌর বিএনপির সভাপতি সারোয়ার জাহান, সাধারণ সম্পাদক ইসমাইল বিশ^াস, থানা বিএনপির সদস্য সচিব জহুরুল হক বুলু বিশ^াসসহ যুবদল, কৃষকদল, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জন্মদিন উপলক্ষে আয়োজিত অপর এক আলোচনা সভায় জেলা বিএনপি’র আহŸায়ক গোলাম জাকারিয়ার সার্বিক তত্ত¡াবধানে টাউন ক্লাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহŸায়ক অ্যাডভোকেট গোলাম কবির, জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান, সদস্য আব্দুস সালাম, সদর উপজেলা বিএনপির আহŸায়ক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি কৃষিবিদ কামরুল আরেফিন বুলু, সাধারণ সম্পাদক এএইচএমএম জামাল বাচ্চু, জেলা যুবদলের সদস্য রায়হান মাহফুজ, জেলা ছাত্রদলের আহŸায়ক ইউসুফ আলী রাজাহহ স্আনীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেন, গণতন্ত্রের মা তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে জনগণের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করেছেন। আর তাই দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা আজ আরো বেশি অনুভূত হওয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশবাসীর কাছে তার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয় দোয়া মাহফিলে।