সংবাদ শিরোনাম

জাফলংয়ে পাথর বোঝাইকৃত ৫০টি নৌকা জব্দ

 প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১২:১৩ অপরাহ্ন   |   জেলার খবর

জাফলংয়ে পাথর বোঝাইকৃত ৫০টি নৌকা জব্দ

ঢাকা, ১৩ শ্রাবণ (২৮ জুলাই): 

সিলেটের জাফলংয়ে গতকাল মোবাইল কোর্টের মাধ্যমে পাথর বোঝাইকৃত ৫০টি নৌকা এবং বালুসহ ৫টি ট্রাক জব্দ করা হয়। এছাড়া, সুনামগঞ্জের তাহিরপুরে গত ২৪ জুলাই মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করা ৫ হাজার ২ শত ৫০ ঘনফুটের অধিক পাথর জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৬২ হাজার ৫১০ টাকা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং সরকারের রাজস্ব নিশ্চিত করতে অবৈধ খনিজ সম্পদ আহরণ ও পরিবহণের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।