সংবাদ শিরোনাম

রাজশাহীর পদ্মা নদীতে পানি বৃদ্ধি – আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

 প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন   |   জেলার খবর

রাজশাহীর পদ্মা নদীতে পানি বৃদ্ধি – আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

রাজশাহী জেলার পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে আশপাশের জনপদে। গত কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারতের ফারাক্কা বাঁধের উজান থেকে নেমে আসা ঢলের কারণে পদ্মা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

সোমবার সকালে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। পানি প্রতিঘণ্টায় ক্রমাগত বাড়তে থাকায় নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করছে। বিশেষ করে গোদাগাড়ী, চারঘাট ও পবা উপজেলার কয়েকটি চরে পানি ঢুকে পড়েছে। এতে কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, নদীর পানি বাড়ায় চরের মানুষজন নৌকা ব্যবহার শুরু করেছেন। কেউ কেউ গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। এদিকে অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ায় পরিবারগুলো অস্থায়ীভাবে আশ্রয়কেন্দ্রে বা উঁচু স্থানে যেতে শুরু করেছে।

রাজশাহী পাউবো’র নির্বাহী প্রকৌশলী জানান, “উজানে ভারী বর্ষণ হওয়ায় পদ্মার পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমরা বাঁধগুলো নজরদারিতে রেখেছি এবং কোনো ভাঙন ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আগামী কয়েকদিনে পানি আরও বাড়তে পারে যদি বৃষ্টি অব্যাহত থাকে। তাই মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।