সংবাদ শিরোনাম

গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন সদস্যই হবে বড় শক্তি—বেলাল-ই-বাকি ইদ্রিশী

 প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন   |   জেলার খবর

গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন সদস্যই হবে বড় শক্তি—বেলাল-ই-বাকি ইদ্রিশী

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নতুন সদস্য অন্তর্ভুক্তি ও পুরাতনদের সক্রিয় করাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে জনগণের আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের প্রত্যেককে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে, যাতে দল আরও সুসংগঠিত হয়।

রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচিতে এসব কথা বলেন প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা বেলাল-ই-বাকি ইদ্রিশী। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দলকে সুসংগঠিত রাখতে সদস্য নবায়ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, আমরা জনগণের দল, আমাদের শিকড় এ দেশের মাটিতে। বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো গতিশীল করতে হবে।

অনুষ্ঠানে মো. মফিজ উদ্দিন মাস্টারে সভাপতিত্বে করেন। এসময় দূর্লভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কামাল হোসেন, অধ্যাপক মো. আব্দুল্লাহ, বিনোদপুর কলেজের প্রভাষক মইন উদ্দিন, শিবগঞ্জ স্নাতক বিদ্যালয়ের ভাষক মামুন,  সাবেক ছাত্রনেতা রেজাউল করিম এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজিব ওয়াদুদ উপস্থিত ছিলেন।

 এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

পরে প্রধান অতিথি বেলাল-ই-বাকি ইদ্রিশী আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে পুরোনো সদস্যদের ফরম নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়। এ কর্মসূচির মধ্য দিয়ে শিবগঞ্জে বিএনপির সাংগঠনিক তৎপরতা আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় নেতারা ।