খুলনায় দিনমজুর নারীর গলা কাটা লাশ উদ্ধার, চারজন গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি :
খুলনার কেডিএ ময়ুরী আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে গলা কাটা এক নারীর পচা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি মনোয়ারা বেগম সুপ্তি, তিনি ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে তিনি মোস্তর মোড়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টার দিকে এই লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামে এবং ধাপে ধাপে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন ইউসুফ, হুমায়ুন কবির, জয়হীরা ও শিল্পী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউসুফকে ধরতে অভিযান চালানোর সময় তারা নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে দুর্গন্ধ অনুভব করেন। পরে তল্লাশি চালিয়ে সেখানে সুপ্তির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার হওয়া লাশের পরে ধাপে ধাপে ইউসুফসহ বাকিদের গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে এবং হত্যার প্রেক্ষাপট ও অভিযুক্তদের সঙ্গে সম্ভাব্য অন্যদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।