সংবাদ শিরোনাম

ফেসবুক বন্ধু তরুণীর ছবি এডিট করে পর্নো সাইটে, যুবক গ্রেফতার

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন   |   জেলার খবর

ফেসবুক বন্ধু তরুণীর ছবি এডিট করে পর্নো সাইটে, যুবক গ্রেফতার

খুলনা জেলা প্রতিনিধি :

ফেসবুকের মাধ্যমে পরিচিত এক তরুণীর ছবি এডিট করে ভুয়া অশ্লীল ছবি-ভিডিও বানিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যম ও পর্নো সাইটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোঃ তৌহিদ ওমর তপু (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনা।

পিবিআই জানায়, বাগেরহাটের মোড়েলগঞ্জের সোনাখালী গ্রামের ওই তরুণী অন্যত্র বিয়ে করলে তপু বিভিন্ন কু-প্রস্তাব দিতে থাকে। রাজি না হওয়ায় সে ও সহযোগীরা ফেক আইডি ব্যবহার করে ভিকটিমের ছবি এডিট করে ছড়িয়ে দেয় এবং তিন লাখ টাকা চাঁদা দাবি করে।

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে খুলনার লবনচরা থানার পুটিমারী মাথাভাঙ্গা এলাকা থেকে অভিযান চালিয়ে তপুকে গ্রেফতার করে পিবিআই। এসময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে ভিকটিমের মা বাদী হয়ে খুলনা সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ ও দণ্ডবিধির ৩৮৫ ধারায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পিবিআই খুলনা হাতে নিয়েছে